ভালবেসো প্রিয়া। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বড় যতনো করে,
ভালবেসো প্রিয়া।
আমি যে কাহারো নই,
খোদারী দেওয়া/গাওয়া।

কি হতে কি হলো হাই,
আমি যে আর আমি নাই।
কেঁপে কেঁপে ওঠে হিয়া,
কে দেই মদনো জ্বালা।

কি ভাবি কি ভাবি নাই,
সে ভাবনা তোমারে পাই।
থেমে থেকে ডাকে দিয়া,
এ হয় তাহার কালা।

কি বলি কি বলি ভাই,
হে আখেরী সেহরী খায়।
হা রে রে রে দেহীফারুক,
হই কূল পতিরী দয়া।

2 thoughts on “ভালবেসো প্রিয়া। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply