মন্দিরে যাই নাই । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

        মন্দিরে যাই নাই মসজিদে পাই নাই,
                গীর্জা প্যাগাডায় নই।
        দরগা দশরথ দশাবর ভব যশ,
                অন্তরে পেয়েছে তোমাই।

        এহকাল চাই নাই পরকালে যাই নাই,
                অনন্তকাল পাই যেন ঠাঁই।
        গহীন কলীকাল প্রতিষ্ঠা দরকার,
                তুমি আছো আমি আছি তাই।

        শ্মশানের ছাই নই কফিনের কঙ্গাল নই,
                কবরে হাড়-গোড় সে আমি নই।
        অচীন নিরাকার যায় ছেড়ে দেহঘর,
                হায় মরিয়াও মরি নাই।

        বহুদূরে খুঁজি নাই নিকটে মিলেছে তাই,
                নগদে পাই যথা বাকী না হই।
        চোখ যার দেখা তার ঐ নীল-নীলিমার,
                দেহীফারুক কে গান গায়।

Leave a Reply