পলকে ডুবিয়া যায়িবো বন্ধুরে,
পলকে নিভিয়া যাবে ।
এহোন আধারে মজেছে বিপাকে,
পড়েছো মরণ ফান্দে ।
আগে কি পরেতে এলে যবে সাথেতে,
ওহে প্রাণো বন্ধু নন্দে ।
পিঞ্জিরার মাজারে পরাণো পাখিরে,
আসে যায় তোমাই সানন্দে ।
পায়ে বা রথেতে যে ছুটে যেদিকে ,
এগহীন নিঠুর অরণ্যে ।
তরঙ্গীর জলেতে ডাহুকী পাখিরে,
ডুবিয়া উঠিয়াও কান্দে ।
জাতে না মতেতে মেতেছে জগতে,
নিজ গাঁ নিজেরী বরণ্যে ।
অনন্ত চেতনায় দেহীফারুকরে,
বেঁচে গাই তোমারী আনন্দে ।