যারা মরিবার চাই মরিতে দাও,
যারা বাঁচিবার চাই বাচিতে দাও।
ভালো মন্দের বিচার কষে,
এই ধরাতে শান্তি নাও।
সবার আশা পুরাও তুমি,
স্বস্তি দাও হে স্বস্তিকামী।
নির্মল করো নির্মলময়ী ,
প্রেম পূন্ন্যার বাগিচায়।
যাবার যাহা হারিয়ে ফেলি,
পাবার তাহার আসুক ফিরি।
চির সুন্দর সত্ত্যম তুমি,
প্রিয় সুন্দর প্রাণ পাই।
আর না তোরা মানুষ হবি,
দেহীফারুক বেলা গেছে ডুবী।
সর্বে সরবা সক্রিয় নামী,
সুরো শান্তিতে গীত গাই।
Wonderful
thanks