মহান সৃষ্টি সত্যের, এ যে অসীম কৃপা।
দিয়াছেন মোদের প্রাণ, যা নগদে পাওয়া।
সৃষ্টি করিয়াছেন জোড়া, আদম-হাওয়া।
তবেই-তো এলাম, এ ধরণী-তলেতে মোরা।
তবু কেনো এত ভেদাভেদ, এই ধারাধামে।
পাঞ্জাবী, ঘেরুয়া পরিয়া ডাকে আল্লাহ।
কেউ পইতা, ধূতি পরিয়া ডাক, ভগবান।
কেউ বা তাকে ডাকে, ঈশ্বর,ব্রহ্মা,হরি।
এ সেই এক মহান, তাতে সন্দেহ নাই।
তবু তোদের মাঝে, এত ভেদাভেদ দেখা যাই।
বোকারা কি বুঝিস না, ভাষা-ভেদে তার নাম।
যে আল্লাহ, সে ভগবান গড সেই-জন।
যিনি গড়িয়াছেন, তোকে মোরে বিশ্ব-ভূবণ।
তাকে তোরা গড়িস, ইট, কাঠ, পাথরে ঘিরিস।
হা-হা কেবলি ধোকা-বাজি, ভণ্ডামি খবিস।
যারে তোরা মিথ্যুক বড়ই, মরিয়া বুঝিস।