বাক্য কর্ম করো মঙ্গলময়,
আমার হরতা প্রেমময়।
তোমারী মহিমা গীতি,
জীবে যেনো কল্যাণ হয়।
পথ ভুলার পথ দিশা,
তোমারী করুণার প্রথা।
পথিত পাবণ নাম শুনিলাম,
তুমি তাইতে হও সদয়।
তুমি রাজা আমরা প্রজা,
তোমায় মোরা দেবো পূজা।
মহান তোমার দান পায়িলাম,
এই মানব কূলে উদয়।
উজালা চান্দেরী বাতি,
আধার গ্রহে হবে সাথী।
অধীন লালন শাঁই মহাশয়,
দেহীফারুক পাও বিজয়।