ওহে দয়াল সাঁঈ মহাশয়,
তোমারী মহিমা চাই।
দাও গো দয়া দাও গো দয়া,
দাও গো দয়াময়।
তুমি যাহার যাও গো ভুলে,
তুচ্ছ হইসে জনম মুলে।
ও কুঠিলা মগজের বোধ,
কাগজ কলীর দুনিয়ায়।
যে বোল বলা মানব বোলে,
মানব ফেলে খুজে শুন্যে।
ও অবলা বেকুবের দল,
নাইরে একি নজীর নাই।
দেহীফারুক তোমায় বলে,
কুল পেলোনা ভবো কুলে।
ও অকুলের কুলের পতি,
চাইগো শুধু তোমায় চাই।