মন চলো যাই আপন দেখিতে,,
মন চলো যাই নিজকে চিনিতে।
কি রুপে করছো বসত,
মানব রুপ এই ঘরটিতে।
প্রভাত ভোরে সুরুজ উঠা,
রাত আসিতে সেই ডুবিবা।
চাঁদ হারালে রাতের দেশে,
কাঁদবী আধার ঘুটটিতে।
প্রপাত জলে ঝর্ণা ধারা,
নদী ছুটছে বাধন হারা।
যায় সাগরে তলিয়ে সুখে,
তা থৈ নিঝুপ ডুবটিতে।
প্রনাথ জীবে জীবন সেরা,
দেহীফারুক সাধন সেবা।
এই মানবে বিফল হলে,
বাধবী জনম গিটটিতে।