মানবেরী আলো। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক।

তিন পাগলের নদে এসে,
কান্ড কারণ গেলো/ কান্ড কারণ খেলো।
দাদু আমার লালন দাদু,
মানরেরী আলো।

হাস তামাশা করছো কারে,
মানব চিনে ধরো।
আত্ন শুদ্ধি ষোল আনা,
আদম হরি হরো।

হায়রে কানা দেখছো নারে,
মানব বসত গৃহ।
সেই ঘরেতে পুকার বাসা,
অসুর হয়ে মরো।

হয়না দেখা আপন ঘরে
পরের খবর করো।
দেহীফারুক ডুবলো বেলা,
কেমন জানি হলো।

Leave a Reply