জাতের মোল্লাই দোষ পাড়ালো,
কি বলিবো বলো গান করো গান করো।
দেহীফারুক তোমার হিয়ার মাঝার,
তুমি মনের মানুষ গড়ো।
উদয় সুরুজ বিকাশ সবুজ,
রঙ বাহারী বদল সে রুপ।
পাবার সেই অপরুপ মানব বদন,
তুমি একবার ভাবতে পারো।
অতল গহীন পশুর বোদন,
দুখ দুয়ারী রোদন পতন।
যাবার যেই নিকরুণ দাহন যোজন,
তুমি মরবার মরবে মরো।
বাঁচতে গাওয়া বর্ণ বহর,
জল জোয়ারী ছন্দ লহড়।
গাবার আয় গীতিময় সুরের ভুবণ,
এইবার কিছু একটা করো।