তোমাদের আদালতে,
দেহীফারুক মানুষ হলো না।
কি নিঠুর এই নিয়তি,
কেহ কারো না।
কত গান গেয়ে গেছি,
বাওলা আমি স্বপ্ন দেখি।
কি দারুন বিধুরতা,
কবি ছিলাম না।
মায়াময় মা পৃথিবী,
বইয়া চলে জন্ম ঘানি।
কি আমার শঠততা,
তা বুঝলাম না।
সভা সদ বৃন্দ বলি,
কে করেছে এই আসামী।
ও কাদুনী-রে গরলা,
যা ঘরে থাকে না।