নাচা গাওয়া সার হলো তোর,
নাচা গাওয়া সার।
না পেয়ে আলোর কণা,
আধার মাপা হলো ভার।
অন্ধকার তোর বাধা চোখে,
আলোয় গেলে ধাক্কা খাবে।
ঐ ধাক্কাকে চোখ মুদিকার,
থাকবে চির কাল আধার ।
আমির গলে ছুরি দিয়া,
দেখ না খোদার কেমন লীলা।
নিরাকারে আকার মেলে,
সে আকারি হই নিরাকার।
দেহীফারুক হলো দুখী,
ভূবণ দশার রুপ দর্শনী।
কী মনোরম প্রভু প্রীতি,
ভুইলা আছো বুনো বাদাড়।