মায়াপুরে দিলে হানা,
হবে তানা নানারে।
চলো ফিরে চলরে মন,
সবী মিছা মিছিরে।
পরের কাতান মায়ার বাতান,
ঘোমটার মাঝে খেমটার নাচান।
হায় ভিখারী দিন আখেরী,
হবেন জলান জলীরে।
পড়েন বিধান আপন ঈমান,
মন গায় মেলে মানব প্রমান।
নাই ফেরারী কই লুকাবি,
তা থৈ তলান তলীরে।
ধরেন কাতার অপার সাঁতার,
সত্তার তরে হরতার বাহার।
দেহীফারুক মন তোমারী,
পাবেন শ্রদ্ধান ঞ্জলীরে।