মা গো আমার । গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

            মারে মা মাগো আমার
                    গেছে ছেলে যুদ্ধে তোমার,
            মিনতি রইলো মাগো
                    চোখের ধারা ঝরে না।


            রেখে এলাম মাগো তোমার
                    কেয়াম ছায়া হল আধার,
            কোঁদো না মাগো তুমি
                    প্রভু সাথে রই আমার।


            মা জশোদা দিলো আদেশ
                   কেনোযে তুমি ওমা দিলে না,
            জানিও মাগো আমার
                    প্রাচীর ভেঙ্গে করবো সাবাড়।


            চেনোরে ওহে মাগো আমার
                    মিথ্যার যতই হোক ধার,
            দেহীফারুক সত্য মন্ত্র
                    জাগিবে দিন জয় বাহার।

Leave a Reply