কই গো দেখো গা মরিয়া,
জাতের যারা জ্বরে গেছে ভূগোলে মজিয়া
মিছা গৌরব করো না গো।
ও সে জাত ধর্ম লইয়া,
জগতে জাতেরী কালী,
যে পড়েছে সেইতো বলী।
মানব জনম জলাঞ্জলি,
জোম যাতনা নিয়া।
ডাগাতে মুগুরো বাড়ি,
সেই দিনে গা বুঝবি তারি।
যাজন যাপন পলানপলি,
কার ফেলিয়া দিয়া।
সাজি হুজুর রঙের ঝুলি,
লোক দেখানো কিচ্ছা বলি।
দিল দিনেরী পরশ মণি,
দেহীফারুক হিয়া।
দারুন কবিতা
ধন্যবাদ সুপ্রিয়