মিসকল। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

এ্যালাপ্যাথি হারে এলোপাতারী,
মস্তক প্রসূত অপ-চিকিৎসা।
বন্ধু আমার মিসকল দিলো,
কল দিলো না।

বীষের বড়ি বীষ হরী মাতাল মূড়ো মাওলানা,
আগডুম বাগডুম কাটাকাটি নিরাময় মিলবেনা।
ব্যধির অবতার হ্যানিমানের,
মাহাত্মতে মজলে না।

হালের হলী সমন জ্বরা ধরলে মানু বাঁচেনা,
আহা-জারি মহা-মারী তাহার নাম দিলোরে করোনা।
এন্টিবডি অগ্রিম ভ্যাকসিন,
ঔষধীর কি নমুনা।

কালের বলী কারে বলি বাচার একি যন্ত্রণা,
খলবাজ খান্নাস যারা গণ্য ওরা সেবক সেবিকা।
দেহীফারুক অন্তর চেতন,
অনন্তেরী শান্তনা।

Leave a Reply