মোহ মায়া সব ছেড়েরে,
কবে পাবো দয়া পাবো রে।
মইলে মানুষ হবে বাসী,
পাখী যাইবো কোথারে।
দেহ হবে দেহ দেহান্তরী,
ঝাকমারী এই কয় দিনেরী।
কখন যবে উড়ুক পাখী,
কই কাঠিয়ায় পুড়বোরে।
দেশ হতে দেশ দেশান্তরী,
আজ ফিরে দেখা হে আপনারী।
হচোট ঘায়ে বক্র ভুমি,
চোখ থাকিতেও অন্ধ রে।
বেদ পড়ে বেদ বেদান্তরী,
দেহীফারুক মর্মের হরী।
চমক জ্বলে আলেক বাতি,
আয় চেতনায় শুদ্ধিরে।