রাখলিনা খবর । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বন্ধু আমার বন্ধু আমার
আমার রাখলিনা খবর।
যতন করে প্রেম শিখাইয়া,
কাঁদাইলি অন্তর।

জাতির মুখে দিলিরে তুই কালিরো আখর,
কূল যে হইলো আমার সর্বনাশী ঝড়।
পলক হারা হইলি রে চোখ,
কী দেইখাই সবর।

মাতা পিতা স্বজন আমার হয়িলো অপর,
ঘর যে জঙ্গল আমার জঙ্গলো যে ঘর।
পালক ছাড়া করলি রে তুই,
এ ভাসাইয়া নহর।

আত্ম হারা করলি রে তুই হাসিয়া মধুর,
বাজাইয়া বন্ধু রে তোর বাঁশরীরো সুর।
পাগল প্রায় দেহীফারুক,
বেকাইদাই জবর।

Leave a Reply