রুপ মনোহর শাম্পান আমার,
বইয়া চলতাছে ।
বন্ধু আমার এ কোন বাহার,
শাম্পান গইড়াছে ।
ঐ শাম্পাানের ছাউনী তলে,
বইঠা দুইটি বাইয়া চলে (রে) ।
মাছতুলেতে চিন্তার যোগান,
মাঝে পিনীক জ্বলতাছে ।
ঐ শাম্পানের হস্ত দ্বয়ে,
অগ্নি কূপের মাটির রসে (রে) ।
আর নিরন্তন বারী সমেত,
তবে কেমনে জুঠতাছে ।
ঐ শাম্পানের খুটি ও নাটি,
কত রঙ্গের ছিদ্রো মরী (রে) ।
শাম্পান সঙ্গে দেহীফারুক,
কে হে বসত করতাছে ।
অসাধারন কবি, আর আপনার লেখার মধ্যে ভাব তত্ব বিদ্যমান।
Thank you my pleasure.