আজ ভাবতে বড় কষ্ট হয়,
আমি বেজাই লজ্জা পাই।
জাহেল বিদ্যান বক্তার বয়ান,
কাগজ কলীর জামানায়।
বিদ্যার কেন্দ্র পূস্তকপুথি,
গবেষকের মগজ পূর্তি।
গোলের ঘোরে বান্দা গনেশ,
দিব্য আলোক নয়ন নাই।
মিথ্যার জ্যন্ত উজবুক উমি,
ও পশুর অধম বলি ছরি।
জ্ঞানের ঘরে আন্ধা খবিষ,
কথ্য কথার গজল গাই।
বঙ্গের লালন শান্তির বিধি,
মানব ধর্মের পথিক নবী।
দেহীফারুক মহত অশেষ,
নিত্য লালন আলেক শাঁই।