লাগেরে আগুন। গীতিকবিতা/অনন্ত চেতানার গীতিকবি দেহীফারুক।

যে ঘরে লাগেরে আগুন সে ঘর পুড়ে যায়,
যে লাগিবে আগুন সে পুড়ে ছাঁই।
পোষাক ভূষণ মূল্য কয় আর,
পশু স্বভাব ছেড়ে আয়।

        জাতি জাতের করে কেগা,
            কুজা অন্ধের কেরাম খেলা।
        বিধান পেড়ে বুঝগে ধেড়ে,
            আপন দেহে বাইরে নাই।

        কোর-আন গিতা বেদ দেস্তা,
            গায়লে সত্য আছে হরতা।
        বিশ্বাস নিজে মানগে নীড়ে,
            সহজ মানুষ হয়ে যায়।

        সবাই বলে নিজে কে চেনা,
            বুঝার ভূলে জাতের মেড়া।
        দেহী ফারুক বলে ওরে,
            মহৎ সুভাব হলে পায়।

Leave a Reply