লেগেছে মরণ। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

গান করো গান করো আমার মন,
প্রাণ খুজে পাও সুরে আলাপন।
এই অজ্ঞানেরী অন্ধকারে,
ঝড় লেগেছে মরণ।

দিনের পরে রাত্রি এলো,
কতটা কাল পেরিয়ে গেলো।
কে দিলো এই ধর্মের কেতন,
ওরে কে হারালো জীবন।

গগণ জুড়ে তারা জ্বলো,
কার বা চোখ ছানিতে পলো।
কোনবা জাতে মস্তক মুড়োন,
হারে কে ছেড়েছো চরণ।

ছন্ন ছাড়া হাকালু কো,
ডুবগা পুড়া নরক পুরো।
দেহীফারুক মর্মের চেতন,
আরে সে বিজয়া বরণ।

2 thoughts on “লেগেছে মরণ। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply