সঙ সাজিয়া – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

তোমরা সঙ সাজিয়া,
আছো ভাল বেশ।
দেখতে নারী চলন বাঁকা,
মা মেয়ের দেশ।

কিনবা নাকি পাখির জামা,
আইনা নারী কি তামাশা।
আকাশ ঘোরা স্টার জলসায়,
সমাজ সংসার শেষ।

কতই এল গেল বাউলা,
বাউলী মন না হয়িলা।
এই নিদানে বিরাণ বালাই,
কান্দো অঙ্গার রেশ।

কুল ধরে সংসারে আসা,
করগে তোরা কুলের পূজা।
কুল বিনাসী দেহীফারুক,
পাইলো সোনার দেশ।