
কখন কী যে হয় ঈষাণ কোণে ভয়,
এখন তো আর এই জামানা ঐ জামানা নই।
গা ছম ছম করে বুবু,
আমার কেমন জানি হই।
কানা ছেলে পদ্মা লোচন,
লজ্জা সরম খাইরে যখন।
কার দিবো দোষ কারবা গরজ,
কে সে অভয় নন্দ জয়।
আনা কড়ি জহর রতন,
তন্দ্রা ঝলক লাভ কিরে ধন।
হায় প্রাণ মন যার বা দরদ,
ও সে পরম ছন্দ কয়।
দেহীফারুক প্রিয়া জনম,
সস্তা ভাবার নাই প্রয়োজন।
ভাই ভারাপন নাই বা তখন,
শেষে আপন ধর্ম রই।