ঘোর কলিরী একি দশা,
আকাশেতে স্রষ্টা আশা।
দেখ দেখি সব ফাছেক জাতি,
মিথ্যাতে জোর কপাল ঘষা।
জন্ম মৃত্যু এই জমিনে,
মগোজ ধুলায় দূর আসমানে।
শাসক রাজার রাজতন্ত্র,
খুনীর হাতে ধর্মের ঝান্ডা।
সৃষ্টি সষ্টা এই ভুবণে,
নইসে গগণ পর গ্রহান্নে।
যাতক জীবের জীবতন্ত্র,
কূমীন সেকি মর্গের কান্না।
যৌবন যখন এই জীবনে,
যাহার সুখে সুখ উজ্জাপনে।
দেহীফারুক আপনতন্ত্র,
আমীন এযে মর্মের আচ্ছা।
