সাওয়ারী – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

ওমন দুর সাওয়ারী,
এথায় ঘোর বাওয়ারী।
ভুবন গায়ের সস্তা মালে,
কিনিস না মন ব্যাপারি।

নিতাই নিত্য নিলয় মনা,
এক ঘরেতে চোর ছয় জনা।
আপন ধড়ে পাঞ্জেগানা,
কোথায় ঘুরিস রে তুই ফেরারি।

পিতায় পথ্য জীবন বুনা,
ভোগ নগরে ভয় সাত থানা।
পালন সনে প্রাপ্ত আনা,
কোথায় করিস কে তুই আচারি।

বিধান শিষ্য বিস্ব সেনা,
এক জনাতে হয় তার চেনা।
দেহীফারুক স্বস্তি বেনা,
যেথায় মিলবে রে তোর দিশারি।