সুন্দর সুশীল। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আয়নাতে তাকাইয়া দেখো মুখ,
সুন্দর সুশীল কায়া অপরুপ।
কি গড়ন গড়েছেন হরতা,
আমার তাইতে মহা সুখ।

নিজ কর্মে দল পাকাইলা,
ও ভেবে দেখলানা অবুঝ।
লড়ে যুদ্ধাহত হানাহানি,
হারে রে রে আনাড়ী অসুখ।

নিজ ধর্ম পর দেখাইলা,
ও হলে সাত রঙা বেকুপ।
করে মুদ্রা দোষে কানাকানি,
যারে রে রে মাতমী যে দুখ।

দেহীফারুক মর্ম আয়না,
ও দেখে আপনার সে রুপ।
হবে অন্তধামে জানাজানি,
আরে রে রে অনাদী সে সুখ।

Leave a Reply