আমার প্রাণের পুটিলা,
আমার সুরশ্রী মা।
আয় দেখে যা খুকুমণির,
ওযে নাই তুলনা।
মাগো তুমি সোনার চেয়ে দামি,
হবে তুমি হিরার থেকে নামী।
সাঁত রাজার ধন পাবে ঐজ্জা,
দেখে সে মায়ের চেহারা।
মাগো মোর তুমি নয়ন মণি,
জুড়াইছে বাবার এ পরাণী।
মা তোমায় পাইয়া ফুরাইছে গা,
মাগো আমার সুখ চাওয়া।
মোর ফারুমা দেহী প্রকৃতি,
আমার রে আরাধ্যের সুপ্রীতি।
মোর ভগবানের হইছে দয়া,
দেহীফারুক পাইছে মা।