সুরের মানুষ আসুক,
গানেই গানেই কাটুক।
ঘোর নিদানে দায় দুহানে,
প্রাণের মানুষ হাঁসুক।
কমল কান্ত মোহন নন্দ,
নিরানন্দের হই আনন্দ।
ওহে কান্ত এবার চেনগো,
বাঁচে বাঁছা বাচুক।
মরম অন্ধ ভূবণ দন্ধ,
কালান্দরের জ্বরে ক্লান্ত।
সুরে অসুর হবার বধ-তো,
নাচে রাঁধা নাচুক।
চরম ভ্রান্ত ভূলে ক্ষান্ত,
মহাবন্ধের পরম ছন্দ।
দেহীফারুক গাবার গান গো,
বাজে বাঁশি বাজুক।