স্বর্গ বাগ । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কত দুরে যাবে তুমি,
কত দুরে বল আর।
জানো না জানো নারে মোর,
হরতা মম নিরাকার,আাকারো হে।

বিশ্বাসীর মিলিবে মানব,
ফলিবে রে স্বর্গ বাগ।
অবিশ্বাসে পলানপলি,
করলী একি সর্বনাশ,নাশরে।

উত্তরে বা দক্ষিণে যাও,
কিংবা ছুটো গগণ পান।
সর্বত্রে তারী কৃত্বি,
হইবি নাকি পেরেষাণ,ষানরে।

পশ্চিমে বা পুর্বেতে যাও,
হাউবা ডুব পাতাল তল,
তব তনে দেহীফারুক,
আলেক জারি জয়োজান,জানরে।

Leave a Reply