হঠাৎ কখন। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

হঠাৎ কখন হবে নাই,
রঙ্গীন সাধের দেহটাই।
আমার গর্ব খর্ব হবে,
মনের মানুষ কোথাই পাই।

হায়রে মানব গঠন তারী,
আদম রুপতার তুলনাই।
সাধুজনম বিফল গেলে,
হারে পাখি বিষম দায়।

দেখরে জীবন দুখের সারী,
সুখ পাখি তোর নাগাল নাই।
মনে প্রাণে ভাব না পেলে,
তারে ধরা সহজ নাই।

সোনার ঘরে ছয়জন চোরি,
দেহীফারুক কি উপায়।
কেমনে গুরু বশ মানিবে,
সেই ভাবনা ভাবি তাই।

Leave a Reply