হাওয়ায় ভেসে ফেরে আত্মা,
জলে আকার পায়।
মাটির এই গড়া দেহ,
যায়রে ক্ষয়ে যায়।
শূন্য শূন্য মহা শূন্য,
প্রলই বৃত্তের আকার যেন।
মোহশূন্যে আসীন যিনি,
অসীম প্রজ্ঞা ময়।
কেন্দ্র বিন্দুর মুল ধরি,
বইয়া চলে জয় ধরিত্রী।
মহাবিশ্বের সৃষ্টিকারী,
হর্তাহ বিধা তায়।
দেহীফারুক বলে শোনো,
মরণ সে হয় দেহের ভড়ং।
মহা বৃত্তের হয় আবর্তন,
সে চ্যুতি গায়ে পায়।