ও হাছন বাউলা,
দেহীফারুক হইছে আউলা বাউলা।
ফালদিয়া ফালদিয়া গাইবো,
প্রাণ মরি হায় উতালা।
তোমারী গীত আমার টানে,
তোমারী সুর আমার প্রাণে।
পিঞ্জিরা রঙ্গিলা বাঁশি,
মোহন তানে বাজাইলা।
দরদী তার দরদ আনে,
বড় দরদীয়ার সে জানে।
ঐ শুন্যেরী মাজারে আনি,
তরঙ্গেতে ভাসাইলা।
ভাবের কথা কইবো কারে,
সেই ভাবে ভাবুকেরী দেশে।
চমকিয়া চমকি বাতি,
রই রইয়া জালাইলা।