হাট্টি মাটিম টিম
ওরা মাঠে পাড়ে ডিম
আলু পটল বেগুন তেলে
তরকারি সামিল।
ওরা শূন্যে ছুটে তাড়ী
আপন জন্যে আড়াআড়ি
বাস্তবতা সত্য ফেলে
ওরা শুনছোনি আলীম।
ওরা বন্যে বাড়াবাড়ি
বেহাল ঐ না বাসাবাড়ি
মানবতার মানব ছেড়ে
ওরা দে কাগজে তালীম।
ওরা দৈন্যে কাড়াকাড়ি
দেহীফারুক চমৎকারী
অসীমতার সসীম দেখে
ওরা কুটনামী জালিম।
গীতিকার: গীতিকবি দেহী ফারুক