দম যায় দম যায়,
কখন নাইরে জানা নাই।
তবু বোকা ভূবণ চাওয়ায়,
মাতলোরে কানায়।
ছয় মহাজন মিথ্যা পতী,
এক মহাজন নিলো বাঁধি।
খবর নেওয়া হলো নারে,
কী প্রেমো উৎরাই।
মম নিত্য বিধাতাই,
কালের গতি কালেই হবি,
দম ছাড়িলেও না হারাবি।
নিরাকারে মিশলে বিচার,
হবে বাস্তবময়।
জীবণ প্রভূর বার্তাবয়,
এক হবি মন সত্য প্রেমি।
দখল পেলে ঘর হৃদয়ী,
তার পূবেতে নাইরে মুক্তি।
দেহীফারুক কয়,
বেলা ডুবে যাই।
Excellent
thanks