কোর-আনেরী আলো। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কোর-আনেরী আলো আপন ঘরে জ্বালো,
কুর-আনেরী আলো নয়ণ ধোয়া ভালো।
আরে ও মিলে যাবে সত্য,
পাবে পাবেই অমরত্বের তথ্য।

পঞ্চ আত্মায় ওয়াক্ত,
সালাত কায়েম তথ্য।
মিলবে স্বর্গ সিড়ি,
বয়ান খোদার দোস্ত।

জ্ঞানের উর্ধ্বো গমন,
ত্যাগে আসবে মিলন।
গনির যাকাত খাঁটি,
মহান মানব জন্ম।

দেহীফারুক ভক্ত,
কুরান আদম প্রাপ্ত
বেকুব নাচিস বন্য,
জীবণ নিজের জন্য।

6 thoughts on “কোর-আনেরী আলো। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply