আট কুঠরীর। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

আট কুঠরীর নয় দরজা,
ঘর খানাতে আমি রই।
আমায় কই বা নি গো,
ঘরের মালিক কই।

ঘর খানা মোর বেজাই খাঁসা,
বিচিত্র তার ঝরকা কাটা।
তারী উপর সদর কুঠায়,
ঐ না মহল হলো শয়।

ঘরের মালিক যদি যেতো ধরা ,
ঘর না পেতো জরার দশা।
কুরে কুরে হইতেছে ক্ষয়,
সেই ভাবনা সদায় বই।

ঘরের মালিক ছেড়ে ভব আশা,
দিন ফুরালে সর্বনাশা।
দেহীফারুক আইছে পাখি,
কোথা হইতে এলো সই।

4 thoughts on “আট কুঠরীর। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply