তারা দিবানিশি – গীতিকবিতা – অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক

আমি তোমায় ভালবাসি,
সখি তোমায় ভালবাসি।
জানুক জানুক জগৎ বাসী,
চন্দ্র তারা দিবানিশি।

রুপে তার মায়াবি আখর
আমি তাই হয়েছি বিভোর,
হবে প্রিয়া প্রেমানন্দ
বাঁজে মোহন বাঁশ বাঁশি।

জানি তো আধার হবে ভোর,
আসিবে মিলনও বাসর।
সবে ধন্য করেন নন্দ,
চাঁদ চাদিনী দেখি।

ঐ সখ সত্যের এলো জয়
দেহীফারুক নই একা নই।
মম সঙ্গ জন্যে তোমাই,
গড়িয়াছেন বিধি।