ভবো খেলা। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

ডুবলো বেলা ঐ,
বলবো কারে সঁই।
চোরের মায়ের বড় গলা,
দেখে এলাম ভবো খেলা।

এ যে আমার একলা চলা,
একলা বলা একলা দেখা।
একলা মনের গহন তলে,
রঙ তারঙ্গ তা থৈ।

মরা যে তোর সামনে খাড়া,
কোথাই কেগা একলা পোড়া।
একলা পথের চলন বাঁকে,
সাং সুরঙ্গী তা তৈ।

ওরে ও শোন আত্ব পাওয়া,
তথ্য সে ধন স্বপ্নে দয়া।
দেহীফারুক নামাজ সেথায়,
দং বহতা ছৈ ছৈ।

2 thoughts on “ভবো খেলা। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply