সবারি জীবনে ভাইরে,
আসিবে একদিন।
কেয়ামতের দিন ও ভাই,
কেয়ামতের দিন।
পুলছিরাতের চিকন দড়ি,
পার হয়িতেই দৌড়াদৌড়ি।
থাকবেনা আর বাকাত্যাড়া,
সোজা করবেই চিরদিন।
ওরে ভণ্ডামিতে কেবা চষা,
কেবা খুদার হই পেয়ারা।
আপন দেখা আপন চোখে,
পলক ফেলে খবর নিন।
স্বর্গ নরক আর খুদায়ী,
আসল সেতো নিজ তোমারী।
দেহীফারুক নিরেট প্রেমে,
হই সেই খোদাতে বিলীন।
অসম্ভব সুন্দর কথা লিখেছেন দরদী
অসংখ্য ধন্যবাদ