গতকালে কোথায় ছিলে,
আগামীকাল থাকবে কই।
বর্তমানে কোথায় আছো,
ভাবলি নারে মনো সঁই।
মিথ্যা ফানুষ স্বপ্ন ফাঁদে,
সব খুয়ালি দিনে রাতে।
এখন তোমার চরম দশা,
বলনা আমি কারে কয়।
হায়রে দুঃখের পরিণতি,
পর সাজাতে বোঝা বয়।
ক্ষনেক জায়গায় আপন করি,
ভুইলা রইলি মন ব্যাপারি।
বিকিকিনির হাটবাজারি,
কত রঙের কাষ্টমারি।
চলছে ওরে আজব ঘুড়ি,
কেওনা সাথী কারো রই।
দেহীফারুক যাযাবরী,
দেহ তাহার ক্ষনেক ছবি।
জিন্দার সাথে জিন্দার বসত,
জিন্দায় জিন্দায় কথা কয়।
আহা মরি ব্যাকুল হেরী,
মন পরম জিন্দা হয়।