ও জাতি। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

ও জাতি তোদের আমি না,
তোরাও আমার না।
যাতের যেখানে ছুটি,
দেহীফারুক সেথায় খুটি।

মুসলিম গেলো মসজিদেতে,
হিন্দুর পূজা মন্দিরেতে।
খ্রীস্টান-বৌদ্ধ-গীর্জা-প্যাগাডায়,
আমার মনের মানুষ খুজি,খুজি ঠিকানা।

হাওলা আমার বাওলা পুরে,
পিঞ্জর বান্ধা আমি কে রে।
হিন্দোল শুদ্ধ পুর্ণ ধ্যান গায়,
আমার প্রাণের প্রতীম তুমি,আমি কিছুনা।

লালন পালন আপন ধড়ে,
মন্দের ভাগি কেও না হবে।
কুন্দল ইর্ষা শুন্য মনোরায়,
বাওলা মতের প্রতিক রীতি,জাতি রবে না।

Leave a Reply