নিতাই নেঁচেছে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

দোদুল দোলনায় নিতাই নেঁচেছে,
মৃদুল মমতায় হৃদয় ফেঁপেছে।
কুল হারা ও কুলের পতী,
নয়ন মেলেছে।

বাগ বাগিচায় ফুল আর ফলে,
সুবাস ঢেলেছে।
সুরে ঈশ্বর তোমার আমার,
দুরকে দেখেছে।

চাঁদ চাদনীর মিলন ময়ুর,
পেখোম এলেছে।
তারায় তারায় জাহান তোমার,
নাই কে ভেবেছে।

জাত জাতনীর রইলে আধার,
সেকাল এসেছে।
দেহীফারুক এপার ওপার,
তার কে চিনেছে।

2 thoughts on “নিতাই নেঁচেছে। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

Leave a Reply