আরশী নগরে বসিয়া বন্ধু,
বাজাই বাঁশী অন্তরে।
আমার মন হরা বন্দরে,
আমার প্রাণ ভুলা অন্তরে।
বাঁশীর সুর রুপোকর,
রুপোসুর কাঁপে ঘর।
মানেনা বন্ধু বিহনে,
মনেতে প্রেমো সুর।
কেমনে রাখি কুল,
বোঝেনা আপন স্বজনে।
বাঁশীর সুর হরকর,
মন হরিলো জাদুকর।
সহেনা অবুঝ মনে,
মনেতে প্রেম আগুন।
কাটেনা এই ফাগুন,
দেখেনা আপন ব্যথিতে।
বাঁশীর সুর কী মধুর,
ওরে মন প্রেম বিধুর।
আছে কী প্রেম তোর অন্তরে,
ব্যাকুলী প্রেম সুর।
দেহীফারুক কয় মিঠুর,
কবে দেখা হবে প্রান্তরে।