ভাসাইলী জাত কুল। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

মরা গাছে ফুটল ফুল,
বন্ধু হইয়াছি আকুল।
তোর পিরিতে এই না রীতি বন্ধু,
ভাসাইলী জাত কুল।

আগুন পানিতে তুফান,
হলো আসমানী এলহান।
সে ফুলে সুগন্ধে ব্যাকুল,
উড়ে পাপিয়া বুল বুল।

বাতাস মাটিকে শুনাই,
সেদিন আর তো দুরে নাই।
যে প্রেমে আওলিয়া মুকুল,
ছোটে উদাসী দুল দুল।

দেহীফারুক ভুলা যায়,
পারণ দেখিলে জুড়াই।
যে ধ্যানে সালাতে মুশগুল,
দেখে চুলচিরা সে পুল।

Leave a Reply