রাজ্য ছেড়ে বুদ্ধ আমার ,
জঙ্গলে পাইলো বর।
বুদ্ধ প্রেমে জয়ের ধ্বনি কর,
চরম প্রেমিক পরম প্রতিশ্বর।
নিন্দুকেরা কি যে বলে,
নিজকে দর্শন নাহি করে।
নিজ দর্শনে বুদ্ধ আমার,
গেলেন নির্বাস্বর।
ধ্যান সাধনে মন বিহারে,
আত্ম দর্শন প্রাপ্ত বরে।
মহান জয়ী হলেন আমার,
জীবের দরদ স্বর।
কি প্রেম নিলে প্রাসাদ ফেলে,
বন বিহারে যায়রে ওরে।
দেহীফারুক প্রেমিক বিনে,
কে চেনে কার অন্তর।