পাগল হইলাম। গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

বন্ধে আমার কই থাকেরে,
প্রাণটা ছটোর ফটোর করেরে।
বন্ধে তরে পাগল হইলাম,
এই নিঠুর দইরা পুরে রে।

চলতে সবে জিজ্ঞাই বুলাই,
তুই কোনবা জাতের পুলাই।
নীড়ে থীড়ে ভাইবা দেখি,
মোর সয়না জাতের ধুলারে।

জমছে জোমে যজ্ঞের ঝুলাই,
উঠে জাত জাতিনীর মেলায়।
দরে দামে বায়না কড়ি,
তুই কিনগা ফেরিওয়ালারে।

হরষে লড়ে হুংকার বড়াই,
এ জাত বিজাতে মর্ত্যে দৌড়ায়।
দেহীফারুক প্রাণে মরি,
তুমি আইবা প্রাণের বন্ধেরে।

Leave a Reply