প্রেম রঙ্গে । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কত নাম ধরিয়া ডাকিরে বন্ধে,
মন মেতেছে তব প্রেম রঙ্গে।
সুরেলা সই প্রাণ কথা,
এই আপনার ঢংগে।

হানাহানি করছো কোথায়,
জাত স্বভাব অরণ্যে।
জাইগা দেখো ডুবছে বেলা,
সবে আধার সুরঙ্গে।

জানা জানি হইবে যখন,
হায় সইবে কেমনে।
চোর ডুবে যায় পাতালেতে,
ভাসে শুন্য আসমানে।

কানাকানি শুনছে কথায়,
আজ কান নিলো চিলে।
দেহীফারুক বলার ছিলো,
সই কই কার সঙ্গে।

Leave a Reply