কারীগর । গীতিকবিতা/অনন্ত চেতনার গীতিকবি দেহীফারুক ।

কেমনে সাজাইলা বন্ধে এইনা মাটির ধড়,
বন্ধে ঐ না বাসর ঘর।
পরাণ আমার হরীলে বন্ধে,
হইয়া কারীগর।

দেখাইলা বুঝাইলা বন্ধে অসীম তেপান্তর,
বন্ধে সসীম এ প্রান্তর।
নিজ গুণে সুমতির আলো,
বন্ধ বিলাও প্রেম সুন্দর।

শুনাইলা খাওয়াইলা বন্ধে অচীন জ্ঞানফল,
বন্ধে অজানা সেই ছল।
নিজ বোধে সাওয়ারী হয়ে,
বন্ধে খেলছো খেলা নিরন্তন।

খাটাইলা হাটাইলা বন্ধে ভুবণ দেশান্তর,
বন্ধে নসীব কেমন্তর।
দেহীফারুক মায়ায় কাঁদে,
বন্ধে কাঁদাও কার অন্তর।

Leave a Reply