বানাইয়া কেষ্ট নিমাই শাঁই,
এতটা কষ্ট দেয়া যায়।
পথভোলা ভ্রষ্টারে তুই,
তুচ্ছ হবি তাই।
জাত গেলো জাত গেলো বলে,
দৌড়ে জাতের কোলে।
মানব ভজতে এসেছিলে,
ফণিমনসা রোষে।
এ কুল করে অপমানী কুল ঘরেরে কলংকিনী,
পিয়াসা কোন জলে মিঠাই।
ঢং করা ঢালিনী ও ঢোল,
ডোল ডলুনীর হাতে।
ডংকা ঢোলের শংকা ধ্বনি,
প্রাণ যাবে রে নাশে।
কংকা নারী জোমের বাড়ি মানবেরী মাথা খাবি,
যাতনা আর না সহা যায়।
আগে না চিনিতাম তোরে,
চিনালেন সাঁঈ পরে।
হয়নি মানব দেহীফারুক,
তুই দেখি মিছিলে।
দেখা হলো ভালোই হলো এ যে কপালে ছিলো,
বলনা তার কি মানা হয়।